Songs and musical hub
| Title: | Babar Nouka l বাবার নৌকা |
|---|---|
| Singer: | Sharalipi |
| Lyricist: | Golam Murshed |
| Composition: | Basudeb Ghose |
| Music Arrangement: | Basudeb Ghose |
| Label: | Gaan Janala |
এই জীবনটা একটা নদী
জলেরই সংসার
সেই নদীতে বাবার নৌকায়
দিন যে করি পার ।
বাবার নৌকা ছাড়া আমার
চাইনা কিছু আর ॥
ভালবাসা দিলো বাবা
সুখ মমতার
অল্প সুখে ভাল থাকার
দিন উপহার
সেই মন্ত্র অন্তরে
খুলে দ্যায় চুপ কোরে
স্বর্গেরই দুয়ার ।
উজান ভাটি গাঙের মাঝি
বাবা যে আমার
ছেঁড়া পালে স্বপ্ন ধরায়
সরায়ে আঁধার ।
সেই স্বপ্নের গান ধরে
ভুলে যায় দুঃখরে
বাবা বারেবার